বিদ্যালয়ের লক্ষ্য :
দায়িত্ব-সচেতন মানবিক মূল্যবোধসম্পন্ন কর্মোদ্যেমী দেশ প্রেমিক সুনাগরিক গঠন ।
বিদ্যালয়ের উদ্দেশ্য :
ক) আলোকিত জীবনের পথে যাত্রা শুরুর মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীর মেধার স্ফুরণ ঘটিয়ে তাদেরকে মানবসম্পদ হিসেবে গড়ে তোলা ।
খ) সবুজ জ্ঞানার্থীদের আত্মজাগরণ ঘটিয়ে মানসদৃপ্ত প্রত্যয়, চেতনায়-কল্যান তরঙ্গ সৃষ্টি করে আত্মবিকাশের পথে অক্লান্ত হেঁটে চলার সাহস ও শক্তির প্রেরণা জোগানো ।