সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয়

সাভার ক্যান্টনমেন্ট, সাভার, ঢাকা

School Code (Board): 1611 || EIIN: 136753

Online Admission
History

2018-08-14 16:07:23 | Total views : 2833

History

প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে ঢাকা কালিয়াকৈর মহাসড়কের পূর্ব পার্শ্বে বংশাই নদীর পললে পলিবীত মেঘলা শোভিতা সবুজাভ নৈসর্গিক ও নান্দনিক পরিবেশে সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয়ের অবস্থান । অনেক প্রাজ্ঞবান সামরিক-অসামরিক কর্মকর্তা ও গুণীজনের পদধূলি আর পরামর্শে বিদ্যালয়টি আজ জ্ঞানের মহীরুহ। বিদ্যালয়ের অদূরে ৩০ লক্ষ শহীদের স্মৃতির স্মরণে নির্মিত জাতীয় স্মৃতিসৌধ বিদ্যালয়ের অবস্থানগত পরিবেশকে মনোরম ও দৃষ্টিনন্দিত করেছে । সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয়টি ৪ একর জমির উপর অবস্থিত । বাংলাদেশের সেনাবাহিনীর সন্তান-সন্ততিদের লেখাপড়ার জন্য ১৯৭৯ সালের ২৬ জানুয়ারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে এর যাত্রা শুরু হয় । ১৯৮৭ সালে এটি ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে । শিক্ষার সুষ্ঠ পরিবেশ ও মানসম্মত শিক্ষাদানের লক্ষ্যে ১৯৯৮ সালে একই প্রশাসনের অধীনে স্বতন্ত্র ভবনে বিদ্যালয়ের বালক ও বালিকা শাখা চালু করা হয় । ২০১০ সালে ১ জুলাই বালক ও বালিকা শাখা বাতিল করে সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয় এবং সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয় নামে দুটি স্বতন্ত্র বিদ্যাপীঠ চালু হওয়ার মাধ্যমে সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয়ের জন্ম । অত্র বিদ্যালয়ে সামরিক, প্রতিরক্ষাখাতভূক্ত কর্মকর্তা / কর্মচারীর ও সেনানিবাস পার্শ্বস্থ বেসামরিক শিক্ষার্থীরা এই বিদ্যালয়ে পড়াশোনা করে থাকে ।